মৃতকে সন্মাম

0 comment 7 views

জীবনের সবচেয়ে অনিবার্য পরিণতিটির নাম ‘মৃত্যু’।

মৃত্যু হলো জীবনের সমাপ্তির নাম। সকল জীবনেরই যেমন শুরু থাকে তেমনি সমাপ্তিও থাকে। হয়ত একারণেই মৃত্যুকে আমরা চিরন্তন বলা হয়ে থাকে।

অনিবার্য ও চিরন্তন এই পরিণতিটির স্বাদ আমাদেরকে নিতেই হয়, হবেও বটে। আমরা বলে থাকি মানুষ মহান স্রষ্টার মর্যাদাপূর্ণ ও সর্বোত্তম সৃষ্টি। মানুষই স্রষ্টার সর্বোত্তম সৃষ্টি। এই স্বীকৃতি ও মর্যাদা আমাদের ধর্মীয় গ্রন্থই দিয়েছে। বস্তুত সকল ধর্মীয় গ্রন্থই এই একই কথা বলছে।

সেকারণে ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তিকেও যথাযথ মর্যাদা ও সম্মান দেখাতে হবে। তেমনি ইসলামে মানবতার বিষয়ে সর্বোচ্চ জোর দিয়ে ধর্ম পালনকারীদের নিজ ধর্মের বাইরেও যেকোনো মৃত ব্যক্তির প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান দেখানোর শিক্ষা দেয়। জীবিতাবস্থার মতো মারা যাওয়ার পরও মৃতদেহের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা জীবিতদের কর্তব্য। তাই মৃত ব্যক্তিকে সযত্নে কাফন দেওয়া, জানাজা ও দাফনের ব্যবস্থা করা মুসলিম সমাজের অত্যাবশ্যকীয় একটি বিধান। মৃতদের কবর দেওয়ার স্থানও সংরক্ষণ করা অতি জরুরি। কবরস্থানের অসম্মান হয়— এমন কাজ থেকে বিরত থাকা কর্তব্য।

মৃতের গোসল, পরিচ্ছন্ন কাফন, সুগন্ধি ব্যবহার, জানাজা মাধ্যমে চিরবিদায় জানিয়ে শেষকৃত্য সম্পন্ন করা মর্যাদাপূর্ণ আচরণেরই অংশ।
ভালো থাকবেন 🤗ভালোবাসবেন

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing