ভয় হয়… পৃথিবী বড় অসহায়

0 comments 19 views 1 minutes read

ভয় হয়…
যেন চারপাশের অন্ধকার বাড়তেই থাকে।
ধর্ম—যা মানুষের মুক্তি ও ভালোবাসার পথ দেখানোর কথা ছিল,
আজ তা-ই পরিণত হয়েছে বিভাজনের সবচেয়ে বড় হাতিয়ারে।
মানুষ মানুষকে হত্যা করছে ধর্মের নামে,
রাজনীতির রঙ্গমঞ্চে রক্ত ঝরছে নিরপরাধ প্রাণের।

পৃথিবী তাই বড় অসহায়।
ভালোবাসার ভাষা ভুলে গেছে মানুষ,
ঘৃণা আর ক্ষমতার খেলাই যেন একমাত্র পরিচয় হয়ে উঠেছে।

কিন্তু সত্যিটা সহজ—
আপনি ভালো থাকবেন কেবল তখনই,
যখন অন্যকে ভালোবাসতে শিখবেন।
অন্যের জন্য দরজা খুলে দিলে,
নিজের ভেতর আলো জ্বলে ওঠে।

তাই আসুন,
ভয়কে অতিক্রম করে আমরা নতুন পথ খুঁজি—
মানবতার, ভালোবাসার, আর সহমর্মিতার পথ।
ভালো থাকবেন🤗ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing