এখনও কোভিড ১৯ ভাইরাস পিরিয়ড একেবারে শেষ হয়ে যায় নি। ফলে করোনা কালীন যে সুরক্ষা বিধি- সেটি আমাদের এখনও মেনে চলা উচিত বলে মনে করি।
আপনার ঠিক পাশে যে লোকটি বসে রয়েছেন, হোন তিনি আপনার কাছের মানুষ, কিন্তু তিনি যে ঝুঁকি বহন করছেন না সে ব্যাপারে আপনি কি করে নিশ্চিত হবেন?
কিন্তু ঝুঁকির এই ব্যাপারটা অনেকেই মানতে চান না। কেননা তারা নিজেকে প্রভাবশালী মনে করেন। নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করেন। অথচ এরা জেনেও জানেন না যে পৃথিবীতে কারও সঙ্গে কারও কোনো সমিল নেই। আর নিজেকে আপনার প্রতি খুব আন্তরিক বলে দেখাতে চান। অথচ তাদের এই আন্তরিকতার সবটুকুই ভণিতা।
হ্যাঁ ভণিতা। কেননা তিনি যদি সত্যিই আন্তরিক হতেন তাহলে আপনাকে ঝুঁকিতে ফেলতে চাইতেন না।