চোখ দুটো বন্ধ করে কল্পনা করুন—
একটা শিশু হাসছিল,
মায়ের কোল ঘেঁষে ঘুমাচ্ছিল,
বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল…
২০ মিনিট পর—সে আর নেই।
ভাঙা ইট, রক্তে ভেজা জামা,
ভয়াল শব্দের মাঝে চিৎকার…
কোনো শিশু এমন পৃথিবী ডিজার্ভ করে না।
কোনো মা তার সন্তানের রক্তমাখা খেলনা বুকে জড়িয়ে কাঁদার জন্য জন্মায় না।
গাজার আকাশে এখন শুধু ধোঁয়া নয়,
উড়ে বেড়ায় নিষ্পাপ আত্মার কান্না।
আর আমরা?
কেউ গান গাই, কেউ চা খাই, কেউ চুপ করে তাকিয়ে থাকি।
মানবতা আজ প্রশ্নবিদ্ধ,
আর আমাদের নীরবতা—অপরাধ।
ভালোবাসা শুধু নিজের সন্তানের জন্য হলে,
তা স্বার্থ।
ভালোবাসা যদি গাজার শিশুর জন্যও কাঁদে—
তবেই তা মানবতা।
আসুন, অন্তত কণ্ঠটা তোলে বলি—এ অন্যায়।
এই খুন বন্ধ হোক।
এই নরক থামুক।
এই শিশুরা বাঁচুক।