পৃথিবীতে কোনো মানুষই আদর্শ মানুষ হয় না। কেননা আদর্শ মানুষেরও নানান দোষ ত্রুটি বিচ্যুতি ইত্যাদি থাকে। সেকারণে শত ভাগ সঠিক কেউই নন।
তবে যদি কেউ যখন কোনো কিছুতে নিজের মনপ্রাণ ঢেলে দেন তখন সেটি দারুণ হয়ে উঠতে পারে। কেননা তার প্রচেষ্টায় তখন আন্তরিকতা থাকে। আবার এও সত্য তার সে দারুণ কাজটিই শেষ কথা নয়। ওই যে শত ভাগ সঠিক বলে কিছু নেই! আর একারণে আরেকজন যদি সে কাজটি করেন তবে তার করা ওই ‘দারুণ’ থেকে আরেকটু ভালো কিছু করতেই পারেন।
মানুষের বেলাতেও তাই, শত ভাগ সঠিক কেউই নন। ফলে আপনি এমন কোনো ধারণা পোষণ করে থাকেন যে, সঠিক মানুষটিকে আপনি খুঁজে পেয়েছেন, তাহলে জেনে রাখুন আপনাকে খুব শীঘ্রই হতাশ হবে।
আপনাকে বুঝতে হবে কেউ সঠিক মানুষ নয়। সেটি যদি যাচাই করতে চান তাহলে সবার আগে নিজেকে যাচাই করুণ। দেখুন আপনি নিজে একজন সঠিক মানুষ কিনা কিংবা আপনি নিজে কারও জন্য সঠিক ব্যক্তিটি কিনা। আর যদি এটি বোঝেন যে পৃথিবীতে কোনো সঠিক মানুষ নেই। যদি বোঝেন আপনার যেমন দোষ আছে, গুণ আছে, তেমনি তাদের মধ্যেও দোষ-গুণ সবই আছে, তাহলেই আপনি-আমি-আমরা নিজেদের মধ্যে মানিয়ে মিলেমিশে চলতে পারব। পারব আরও সামনের দিকে এগিয়ে যেতে।