অহংকার ও সন্দেহ: উচ্চশিক্ষার দ্বিমুখী ফল

0 comments 56 views 1 minutes read

শিক্ষা মানুষের জীবনে আলোকবর্তিকার মতো কাজ করে। প্রকৃত শিক্ষা মানুষকে বিনয়ী করে, উদার করে এবং সত্যের সন্ধানে চালিত করে। কিন্তু অনেক সময় দেখা যায়, উচ্চশিক্ষা মানুষের মধ্যে ভিন্ন এক মানসিকতা সৃষ্টি করে। ডিগ্রির অহংকার, জ্ঞান প্রদর্শনের প্রবণতা কিংবা নিজের অবস্থানকে শ্রেষ্ঠ ভাবার মনোভাব ধীরে ধীরে মানুষকে গর্বিত ও আত্মমগ্ন করে তোলে। তখন জ্ঞান আলোকের পরিবর্তে এক ধরনের প্রাচীর হয়ে দাঁড়ায়।

শুধু অহংকারই নয়, উচ্চশিক্ষা অনেক সময় সন্দেহের বীজও বপন করে। যুক্তি, বিশ্লেষণ ও প্রশ্ন করার ক্ষমতা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তা বিশ্বাসের স্থিতি নষ্ট করে দেয়। ফলে মানুষ সবকিছুতেই সংশয় খুঁজে বেড়ায়, এমনকি সত্য ও সৌন্দর্যের প্রতিও সন্দেহ জন্মায়।

তবে এই চিত্র একপাক্ষিক নয়। শিক্ষা কখনো অহংকার ও সন্দেহের জন্ম দেয়, আবার একই শিক্ষা যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, তবে তা মানুষকে করে তোলে বিনয়ী, সহনশীল ও জ্ঞানের প্রকৃত অনুসারী। তাই উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত হৃদয়ের বিস্তার, মানবিকতার বিকাশ এবং আত্মার আলোকিতকরণ।
ভালো থাকবেন🤗ভালোবাসবেন।

Leave a Comment

You may also like

Copyright @2023 – All Right Reserved by Shah’s Writing